
সিয়াম খান,শার্শা (যশোর) শিক্ষানবিশ প্রতিনিধি:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল কলেজ ছাত্রদল আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সংগ্ৰামী আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিঃ যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ।
বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন,সিঃ যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি ।
বেনাপোল ডিগ্ৰী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিদুর রহমান আলিফ সহ বেনাপোল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।
বেনাপোল ডিগ্ৰী কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব কামরুজ্জামান (শান্তি) বলেন,,আমরা নারীদের প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উক্ত মানববন্ধনে ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দরা বলেন,,আমাদের একটাই দাবি— নারী নির্যাতন বন্ধ হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক!