বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলানারুলী ফাঁড়ির অভিযানে বার্মিজ চাকু সহ গ্রেফতার ০২

নারুলী ফাঁড়ির অভিযানে বার্মিজ চাকু সহ গ্রেফতার ০২

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি।

দুইটি বার্মিজ চাকু সহ ০২, জনকে আটক করেছে নারুলী পুলিশ ফাঁড়ি।

বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ির

এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া সদর থানার বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ড নাপিতপাড়া মোড়ে উদয়ন কিন্ডার গার্ডেন স্কুল এর সামনে পাকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নারুলী ফাঁড়ির অফিসার ইনচার্জকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করে

এসআই (নিঃ) মোঃ আতিকুল ইসলাম, নারুলী পুলিশ ফাঁড়ি সদর থানা, বগুড়া, সঙ্গীয় এটিএসআই/২০৯ মোঃ শফিকুল ইসলাম, কং/১৩১৪ মোঃ ইউসুফ আলী, কং/৭৫০ মোঃ মিজানুর রহমান, সকলেই নারুলী পুলিশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৪/০৫/২০২৪ তারিখ রাত্রী ১৯.৪৫ ঘটিকার সময় মোটর সাইকেল যোগে রওনা করে রাত্রী ২০.০৫ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে পৌঁছলে ০১ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় /ইমরান আনোয়ার,(২২), পিতা মৃত ইকবাল আনোয়ারকে, আটক করা হয়। এই সময় আসামিকে তল্লাশি করে তার কাছে থেকে একটি অত্যাধুনিক বার্মিক চাকু উদ্ধার করা হয়।

উক্ত আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নারুলী ফাঁড়ির এস আই, মোঃ আতিকুল ইসলাম ও এস আই সাজ্জাদ জানান সমাজে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কার্যক্রম না করতে পারে, সে জন্য নারুলী ফাঁড়ি সর্বদা কাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments