বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে মোবাইল কোর্ট অভিযান

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে মোবাইল কোর্ট অভিযান

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর) নিজস্ব প্রতিনিধিঃ

আজ, ২৭ মার্চ ২০২৫ তারিখে নালিতাবাড়ী পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় ভোগাই নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। নদীর বুক চিড়ে অবৈধ বালু উত্তলন করে এতে করে বর্ষাকালে নদীর পাড় ভেঙ্গে বন্যা হয়।

বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন ২০২৩) অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

অভিযানে ৬টি বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়, সেই ট্রাক গুলোতে অবৈধভাবে বালু পরিবহন করছিল।১৫টি বালুর স্থাপনা ও মাচা ধ্বংস করা হয়, ১৩টি ড্রেজার মেশিন, অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়।

এই অভিযানটি নেতৃত্ব দেন নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি বলেন, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

এই অভিযান শুধুমাত্র পরিবেশের ক্ষতি রোধ করবে না, বরং স্থানীয় জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments