বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনালিতাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর) নিজস্ব প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্থানীয় (জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবি সংগঠন)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি অসহায় পরিবারকে প্রায় ২৫ হাজার টাকার উপহার সামগ্রী প্রদান করা হয়।

১৮ মার্চ (মঙ্গলবার) সংগঠনের সদস্যরা উপহারগুলো অসহায় পরিবারের হাতে তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা, গুড়ো দুধ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এছাড়াও, রমজান মাসে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ শীর্ষক এক বিশেষ উদ্যোগের মাধ্যমে গত দুই সপ্তাহে শহরের ২০০ জন ভাসমান মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি।সংগঠনের সভাপতি তাজবির হাসান সিফাত জানান, সংগঠন’টি প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত জাগ্রত মানবতা সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, অসহায়দের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments