বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনালিতাবাড়ীতে বিদ্যুতের তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, কৃষক গ্রেফতার

নালিতাবাড়ীতে বিদ্যুতের তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, কৃষক গ্রেফতার

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর) নিজস্ব প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চুড়া এলাকায় পাহাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে লাল টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে নিয়মিত হানা দিচ্ছিল বন্যহাতির দল। বৃহস্পতিবার রাতে কৃষক জিয়াউল হকের বোরো ধানের খেতে একটি হাতি প্রবেশ করলে, জমির আইলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সেটির মৃত্যু হয়।পরে হাতির দলটি মৃত হাতিটিকে ঘিরে চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি টের পায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পুলিশ কৃষক জিয়াউল হককে আটক করে।

এ ঘটনায় শুক্রবার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে পাহাড়ি এলাকায় নিয়মিত তদারকি না করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments