
মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর) নিজস্ব প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা সমশ্চুড়া থেকে মাদকসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের সূত্র জানায় আটককৃতদের মধ্যে দুজনের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ এবং অপরজনের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত পথে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হয় যাতে মাদক চোরাচালান রোধ করা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবাহ বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ধরনের অভিযান এলাকায় মাদক চোরাচালান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।