বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাজমুল স্মৃতি কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। বৈশাখের রঙিন ভোরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা শেষে কলেজ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ঘুরে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর।

পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ মাঠে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ এবং উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে স্টল সাজিয়ে উপস্থাপন করে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির রূপ। প্রতিটি স্টলে ছিল বাংলার চিরচেনা খাবারের সমাহার, পান্তা-ইলিশ থেকে শুরু করে আলু ভর্তা, ডাউলের বড়া, শুকনো মরিচ, কাচা মরিচ,শাক, জিলাপি, মিষ্টি, মিষ্টি পান, শুটকি ভর্তা, ঝালমুড়ি, ফুচকা সহ নানা মুখরোচক খাবার। বাঙালিয়ানার ছোঁয়া দিতে খাবার পরিবেশন করা হয় মাটির সানকিতে।যার মাধ্যমে বাংলার লোকজ ঐতিহ্যকে তুলে ধরা হয়।এই সব আয়োজন যেন নববর্ষকে আরও উৎসবপ্রাণ করে তোলে।দিনভর চলা অনুষ্ঠানে নববর্ষের ঐতিহ্যবাহী পোশাকে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। ছেলেরা পরেছিল রঙিন পাঞ্জাবি আর মেয়েরা পরেছিল নানা রঙের শাড়ি, কেউ কেউ মাথায় ফুলের মালা পরে বরণ করে নেয় বাংলা নতুন বছরকে। অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় শেষে শিক্ষার্থীরা কলেজের বকুল তলায় জমায়েত হয়ে নববর্ষের আড্ডায় মেতে উঠে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থাপিত হয় পহেলা বৈশাখের গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও দলীয় পরিবেশনা। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মোঃ হারিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবান এ,এস,এম জিল্লুর আহসান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁদের সবার সমন্বিত প্রচেষ্টায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও সংস্কৃতি চর্চার এক অনন্য প্রেরণাদায়ী চিত্র হয়ে উঠেছে। এভাবেই বাংলা নববর্ষের আবহে মেতে উঠলো সরকারি নাজমুল স্মৃতি কলেজ পরিবার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments