নিজস্ব প্রতিবেদক,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভার এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোনাববর হোসেন,আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সোহাগ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরে আলম,প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বাল্যবিবাহ,যৌতুক,নারী নির্যাতন,ইভটিজিং, মাদক,জুয়া,চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা,গুজব ও উস্কানি প্রতিরোধে নানাবিধ পরিকল্পনাসহ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,উপজেলার গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, নাসিরনগর সদরের ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, ফান্দাউক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, চাতলপাড় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, চাপরতলা ইউপি চেয়ারম্যান মো.মনসুর আহমেদ ভূঁইয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, কুন্ডা ইউপি এডঃ নাছির উদ্দিন ভূইয়া ও ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।