
ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় ইসকন নিষিদ্ধের দাবিতে ও
সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেন হেফাজত ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখা।
সোমবার ২রা (ডিসেম্বর) সকাল১১ঘটিকায় উপজেলা প্রশাসন ভুবনের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, তাছাড়া আরো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সাত্তার, ডাক্তার মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাসিবুল হাসান নূরী, মাওলানা শামসুদ্দিন, মোহাম্মদ মাহাবুবুর রহমান, মোহাম্মদ নুরুল হক মুফতি সাইদুর রহমান,মাওলানা মোজাহিদ, মোহাম্মদ ইমরানুর রশিদ মাওলানা মোঃ ইসমাইল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসকন বাংলাদেশ একটি অরাজকতা তৈরির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের সবাইকে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।