বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাসিরনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নাসিরনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,নাসিরনগরে (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাস উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩রা এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে এই কোরআন তেলাওয়াত আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইমরানুল হক ভূইয়া।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ইকবাল মিয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানের বিচারকমন্ডলীর দ্বায়িত্ব পালন করেন মাওলানা মো.এখলাছুর রহমান, হাফেজ অলিউল্লাহ ও মাওলানা মুহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।

এছাড়া এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ধর্মপ্রাণ মুসল্লী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতে উৎসাহ বৃদ্ধি, কুরআনের আলোকে জীবন গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে এ প্রতিযোগিতার আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. ইমরানুল হক ভূইয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ,গত ২৫মার্চ থেকে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় উপজেলায় ১৩টি ইউনিয়নের স্কুল,কলেজ, আলিয়া মাদ্রাসা ও কাওমি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।আর সর্বসাধারনের জন্য রাখা হয়েছে উন্মুক্ত ক্যাটাগরি।

পরবর্তীতে ১৩ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রতিযোগীরা বুধবার (৩রা এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সকল ক্যাটাগরি/গ্রুপে প্রথম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের প্রত্যেককে যথাক্রমে ৫,০০০ (পাঁচ হাজার) ও ৩,০০০ (তিন হাজার) টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তায়্যেবা আক্তার বলেন, প্রশাসনের উদ্যোগে এ ধরনের আয়োজন আগে কখনও হয়নি। এ ধরনের আয়োজন আমাদের কোরআন তেলাওয়াতে আরও উৎসাহ বৃদ্ধি করবে।

কুরআনুল কারীম প্রতিযোগিতার আয়োজক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইমরানুল হক ভূইয়া জানান, পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাসে কুরআনের মাহত্ব্য ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে এ আয়োজন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments