বাড়িবাংলাদেশেনাসিরনগরে মেজবাউল সাচ্চু'র মায়ের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নাসিরনগরে মেজবাউল সাচ্চু’র মায়ের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু‘র মা সাহারা বেগমের রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৯ফেব্রুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী’র সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.লতিফ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব শাহানা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শুভ সিদ্দিকী ও উপজেলার গোকর্ণ ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মো.শাহাজালাল প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার হরিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মামুন মিয়া,বুড়িশ্বর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন-অর-রশীদ,নাসিরনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান,ভলাকুট ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলেমান মিয়া, গোয়ালনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাপস দাস,কুন্ডা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল তালুকদার, ফান্দাউক ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ মন্ডল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শিক্ষক সঞ্জিত দাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ।

উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments