নিজস্ব প্রতিবেদক, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলো।বুধবার (২১ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.জিতু মিয়া,সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূঁইয়া, যুগ্ন আহবায়ক ভানু চন্দ্র দেব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী,সাধারণ সম্পাদক মো.সাখাওয়াত হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শুভ সিদ্দিকী,সাধারণ সম্পাদক রাহুল রায় ও বীর মুক্তিযোদ্ধা কার্তিক দাস প্রমুখ।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২১ফেব্রুয়ারি)সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ দিবসটি পালন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি)মো.মোনাববর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী প্রমুখ।
এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়,২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি উচ্চ মাধ্যমিক কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,দেয়ালিকা প্রকাশ, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।