
নিজস্ব প্রতিবেদক,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায়,গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সোয়ান (সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নুরপুর) নামে একটি সামাজিক,স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন।
শুক্রবার (২২মার্চ)বিকেলে ‘মানবতার বিপর্যয়ে পাশে থাকার প্রত্যয়’এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজারে সোয়ানের কার্যালয় চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই,ছানাবুট, চিনি,মুড়ি, তেল, নুডলস ও খেজুর ।
সোয়ানের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দুখুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোয়ানের সহসভাপতি মো: দেলোয়ার হোসেন রতন।এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডা: মকবুল হোসেন মুকুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়ানের উপদেষ্টা বশির আল হেলাল,প্রভাষক মো: মাঈনুদ্দিন ভূইয়া শান্তন, শিক্ষক নেছার আহমেদ,সোয়ানের সাবেক সভাপতি মো.জাহাঙ্গীর মিয়া,সোয়ানের আজীবন সদস্য মাহবুব হায়দার খান,সদস্য ও শিক্ষক মো: আকবর হোসেন,হুমায়ুন কবীর,ব্রাহ্মণশাসন সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম ও সাজিদুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।