বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাসিরনগরে ০৩ মামলার পরোয়ানাভুক্ত সহ ১২ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

নাসিরনগরে ০৩ মামলার পরোয়ানাভুক্ত সহ ১২ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

ইয়াছিন চৌধুরী ।।  নাছিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডাকাত দলের অন্যতম নেতা জাবেদ মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে তার নিজ বাড়িতে পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. মোমেনে, এএসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ হোসেন সহ একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাবেদ মিয়া বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়া জানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম।

তিনি বলেন, জাবেদের বিরুদ্ধে দুই বছরের সাজাসহ তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গ্রেফতারী পরোয়ানামূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments