
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ডিবি পুলিশ উপজেলার ফান্দাউক নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীর নামে ভাংচুর ও অগ্নিসংযোগ,ককটেল ও বোমা বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।