বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাসিরনগর পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত শিক্ষার্থীরা বই পড়লেই পান পুরস্কার।

নাসিরনগর পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত শিক্ষার্থীরা বই পড়লেই পান পুরস্কার।

নিজস্ব প্রতিবেদক,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়

পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বাধিক উপস্থিত হয়ে বই পড়লেই পান পুরস্কার। মার্চ মাসে পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত হয়ে বই পড়ায় ৯ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া উপজেলা পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের হাতে এ পুরষ্কার তুলে দেন।

এক সময় পাঠকশূন্য হয়ে যাওয়া উপজেলা পাবলিক লাইব্রেরিকে পাঠকপ্রিয় করে তুলতে এমন ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।

বই পড়ে পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন, হাফসা বেগম,সুমাইয়া আফরিন,সাদিয়া বুশরা,ইসরাত জাহান,সৃষ্টি রায়, স্নেহাল গোপ পান্না, তন্ময় সরকার, সৌমিক রায়, ও গগনদীপ কুন্ডু।

জানা যায়, আগে উপজেলার পাবলিক লাইব্রেরিতে আগে তেমন পাঠক ছিলো না। জরাজীর্ণ ভবনে নানান রকমের বই থাকলেও গড়ে এক বা দুইজন শিক্ষার্থী এখানে আসতেন। পাঠক ফেরাতে ফেব্রুয়ারি মাসে সপ্তাহব্যাপী বই মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দিয়েছিলেন লাইব্রেরিতে সর্বাধিক উপস্থিত ব্যক্তি পাবেন পুরস্কার। সেই ঘোষণায় বেড়েছে নাসিরনগর পাবলিক লাইব্রেরিতে পাঠকের উপস্থিতি। প্রতি মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের ব্যাক্তিগত তহবিল থেকে এ পুরস্কারের ব্যবস্থা করে থাকেন।

বই পড়ে প্রথম হওয়া সুমাইয়া আফরিন বলেন, আমার বই পড়তে ভালো লাগে। তবে বই পড়ে পুরস্কারও যেতা যায়, সেটাতে আরো ভালো লাগছে।আগে কয়েকজন বই পড়তে আসতো। এখন অনেকে বই পড়তে আসে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের অনেক উপজেলায় পাবলিক লাইব্রেরি নেই। এটি নাসিরনগরের সৌভাগ্য যে উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি আছে। কিন্তু তেমন কোন পাঠক নেই। তাই একুশে বইমেলায় আমি ঘোষণা দিয়েছিলাম পাবলিক লাইব্রেরিতে যারা সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়বেন, তারা আমার পক্ষ থেকে পুরস্কার পাবেন। এতে দেখা যাচ্ছে পাঠক সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি

পেয়েছে।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments