ইয়াছিন চৌধুরী।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
আজ নাসিরনগর সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ লা অক্টোবর) বিকাল ৪ টায় নাসিরনগর শহীদ ইমরান চত্বরে চেয়ারম্যান মার্কেটে নাসিরনগর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেছুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক অন্যতম সদস্য শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক আমিরুল চকদার, মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা, কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ।
এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদ চৌধুরী, যুগ্ম-আহবায়ক মোশাররফ তালুকদার, তৌহিদ আহমেদ প্রমুখ।