
গোলাম হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নিবড়া গ্রামে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গোলাম হোসেন জানান, তার পৈতৃক সম্পত্তি, সাবেক দাগ ২৮৮ ও ২৮৭, হালে ৫৪৬ ও ৫৪৮ দাগে মোট সাড়ে বত্রিশ শতক জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে মামুন মিয়া ও সুমন মিয়া গংরা।
গোলাম হোসেন আদালতে ১৪৪ ধারা জারি করে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়েছেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা তার বাড়ির জায়গা দখল করে সেখানে রাস্তা নির্মাণ করে চলেছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান।
জমি দান করার পরও জাল দলিল তৈরি করে দখলের অভিযোগ
গোলাম হোসেন আরও অভিযোগ করেন যে, তার চাচা সৈয়দ জামান শিক্ষার প্রসারের জন্য স্কুলের নামে জমি দান করলেও, মামুন ও সুমন মিয়া গংরা সেই জমির জাল দলিল তৈরি করে দখল করে ফেলেছে। এ বিষয়ে তিনি মামলা করলেও, প্রতিপক্ষরা সেই জায়গা অন্যের নামে দলিল করে দিচ্ছে বলে অভিযোগ করেন।
হত্যার হুমকি ও সন্ত্রাসী তাণ্ডব
গোলাম হোসেন বলেন, “মামুন মিয়া ও সুমন মিয়া দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দিচ্ছে। তারা বলছে, আমাকে মামলা দিয়ে দেশ ছাড়া করবে। বাড়ি-জমি দখল করার পরও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।”
তিনি আরও জানান, প্রতিনিয়ত ভয়ভীতি দেখিয়ে তার পরিবারকে বাড়িছাড়া করার চেষ্টা চালানো হচ্ছে। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মানসিকভাবে চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি
এ অবস্থায় অসহায় গোলাম হোসেন ও তার পরিবার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।