বাড়িরংপুর বিভাগরংপুর জেলানিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত১ -আহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত১ -আহত ১

আতিকুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি।

রংপুরের পীরগাছা থানার তাম্বুলপুর ইউনিয়নের জলপাইের তল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নুর আলম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত অনুমান-৯.৩০. থেকে ১০.০০ টার দিকে তাম্বুলপুর বাজার সংলগ্ন জলপাইতল এলাকায় শ্রী যাদব চন্দ্র রায় এর বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম মিয়া একই উপজেলার ছাওলা ইউনিয়নের (ভক্তের বাজার) এলাকার কাইয়ূম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে নুর আলম মিয়া সহ দুজন বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে তাম্বুলপুর বাজার সংলগ্ন জলপাইতল এলাকায় শ্রী যাদব চন্দ্র রায় এর বাড়ীর সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী নুর আলম মিয়া মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী তাম্বুলপুর মাষ্টার পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments