মোঃ জমির উদ্দিন পীরগাছা (রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগাছায় উপজেলা ৮নং কৈকুড়ী ইউনিয়নে পরিষদ হলরুমে নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক(ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগেশন অব বাংলাদেশ রিটার্নি মাইগ্রেন্ট প্রত্যাশা-২ প্রকল্প ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮অক্টোবর) ১২টা সময় ৮নং কৈকুড়ী ইউনিয়নে পরিষদ হলরুমে প্রত্যাশা-২প্রকল্প ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।৮নং কৈকুড়ী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান নুর আলম মিয়া এর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আ,ন,ম, আরিফ সহকারী অধ্যাপক দেবী চৌধুরাণী ডিগ্রী কলেজ বক্তব্য রাখেন, প্রত্যাশা -২প্রকল্পের পরিচালকের কাছে আমার পীরগাছা উপজেলা পক্ষে থেকে দাবি নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের আন্তর্জাতিক ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে। তিনি আরও বলেন নিজ জেলায় ফেরার পরে একজন বিদেশ ফেরত মানুষ যেন আর্থ-সামাজিক ভাবে ঘুরে দাঁড়াতে পারেন।
সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আব্দুল্লাহ আল কাহাফ ,উপস্থিত বক্তব্য রাখেন, ইউনিয়ন উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে নানা ধরনের কর্মকাণ্ড বিশেষত: সরকারি, বেসরকারি স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সম্পৃক্ত করে বিদেশ ফেরত অভিবাসী ও তার পরিবার এবং এলাকার মানুষদের মধ্যে সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য সেবা প্রদান করা হয়।
সিনিয়র কর্মকর্তা ব্র্যাক মিল বিভাগে মেহেদী হাসান বক্তব্য রাখেন, একজন বিদেশ ফেরত অভিবাসী যেন তাঁর দক্ষতা কাজে লাগিয়ে চাকরি বা ব্যবসা শুরু করতে পারেন, উদ্যোক্তা হিসেবে তাঁকে ম্যাটেরিয়াল অ্যাসিসট্যান্স, উদ্যোক্তা উন্নয়ন ও বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রেফারেল সহায়তা ও দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে হানিফ উদ্দিন, শরিফুল ইসলাম তথ্য সেবা, রেজাউল করিম হাফেজ চৌধুরাণী,৮নং কৈকুড়ী ইউনিয়নে পরিষদের সকল সদস্যগণ।