বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্হা নেয়া হবে।

নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্হা নেয়া হবে।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন,

উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্হা নেয়া হবে। কে কাকে সমর্থন করেছেন। কে কার আত্মীয় এ সব দেখার বিষয় নির্বাচন কমিশনের নয়। নির্বাচনী বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মতবিনিময় অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।

এসময় উপস্হিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments