প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ১২:০৩ এ.এম
নির্মাণাধীন বেরিবাঁধের গাছের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

মো:নাজমুল হোসেন জিয়ানগর, (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাঁধের গাছের চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতি বার (০৬মার্চ)সকাল ৯টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ের মাঠে মিম্মি খেসারি ডাল তুলতে গিয়েছিল। এরপর সেখান থেকে পাশের একটি ক্ষেত থেকে সে পাকা টমেটো তুলছিল। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে গিয়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামের নির্মাণাধীন বেরিবাদের সুপারি গাছ মিম্মি নামে এক শিশু শিক্ষার্থীর উপর পড়ে ঘটনাস্থলাই সে নিহত হয়। দুর্ঘটনার খবর শোনা মাত্রই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত