বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলানীলফামারীতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষা শুরু 

নীলফামারীতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষা শুরু 

মোঃ মফিজুল ইসলাম, নিজস্বপ্রতিনিধি নীলফামারী:
নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে। আজ ১৯ এপ্রিল শনিবার সকালে জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান, সার্বিক তত্ত্বাবধানে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের এই  ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিনাজপুর; এ বি এম রশিদুল বারী, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল গাইবান্ধা; আরও উপস্থিত ছিলেন মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারীসহ নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার সজীব কুমার বর্মন এবং নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ। জেলা পুলিশ সুপার এ,এফ,এম তারিক হোসেন প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হওয়ায় ও প্রথম দিনের উত্তির্ন প্রার্থীদের দ্বিতীয় দিনের জন্য শুভকামনা জানান ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments