
পূর্বধলা(নেত্রকোনা)শিক্ষানবিশ প্রতিনিধি।
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাচন কে কেন্দ্র করে ককটেল বিস্পোরন, অস্ত্র মহড়া,
দোকান- অফিস ভাংচুর আহত-২ (আটক ৩) ১৭ মে রাতে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে উদ্ধার করে আটক করে ০৯ টি রামদা,চাইনিজ কুড়াল ০১ টি, নরমাল কুড়াল ০১টি ক্রিকেট স্ট্যাম্প ১০ টি, ০১টি হাইয়েচ মাইক্রো নাম্বার ঢাকা মেট্রো চ ১৬-১৫৮৮,
একটি পালসার মোটর সাইকেল ময়মনসিংহ ল ১১-২০৫১,একটি ডিসকোভার মটর সাইকেল নেত্রকোণা হ ১২-৯৭৮৮