বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলানেত্রকোনায় ভাইয়ের হামলায় ভাই আহত

নেত্রকোনায় ভাইয়ের হামলায় ভাই আহত

মোহনগঞ্জ (নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি :

নেত্রকোনার বারহাট্টায় পৈতৃক সম্পত্তির বিরোধে বড় ভাই জামাল মিয়ার হামলায় ছোট ভাই মো: সাজু মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার মাজু মিয়া বাদী হয়ে বারহাট্টা থানায় তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত মুসলেমউদ্দীনের দুই ছেলে জামাল মিয়া( ৫৫) ও মাজু মিয়া( ৪৫) এর মধ্যে পৈতৃক সম্পত্তি বন্টন নিয়ে বিরোধ চলে আসছে। ১০ জানুয়ারি মাজু মিয়া তার বাড়িতে ঘরের খুঁটি দিতে গেলে জামাল মিয়া,তার ছেলে রাজন মিয়া,স্ত্রী নার্গিস আক্তার ধারালো অস্ত্র দিয়ে মাজু মিয়াকে হামলা করে।এ সময় দায়ের কোপে তার হাতের আঙুল কেটে যায়। হামলায় তার স্ত্রী সেলিনাও আহত হয়। এলাকার মানুষ তাদের বারহাট্টা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 মাজু মিয়া জানান, ২১০ শতক পৈতৃক জমি থেকে তাকে বঞ্চিত করে জোর পূর্বক দখল করে রেখেছেন জামাল মিয়ার লোকজন। সম্পত্তির সম বন্টন চাইলে তাকে প্রায়ই হত্যার হুমকি দিত জামাল।
বারহাট্টা থানায় এস আই দেলোয়ার হোসেন জানান, এ ব্যপারে বড় ভাই সহ তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন মাজু মিয়া। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments