
রুমন হোসেন জিলহজ্ব।।লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) তে আউটসোর্সিং জনবল নিয়োগে চলছে ব্যপক দুর্নীতি ও অনিয়ম, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোন নিয়মনীতি তোয়াক্কা না করে পর্যাপ্ত ও সঠিক কাগজ পত্র ছারাই উপর মহলের সুপারিশ ও লাখ লাখ টাকার বিনিময়ে আউটসোর্সিং জনবল নিয়োগ দিচ্ছে।
তথ্য অনুযায়ী নেসকো রংপুর ডিভিশন ২ ও ৪ লালমনিরহাট সদর,কালীগঞ্জ,বড়খাতা,দিনাজপুর ডিভিশন ১ এ ২ টি ডিভিশন ২ এ ৩টি, ঠাকুরগাঁও এ ১ টি,তেতুঁলিয়ায় ১ টি,সৈয়দপুরে ১ টি,ও নীলফামারীর সদরে।
নেসকোর জনবল নিয়োগে স্পষ্ট করে উল্লেখ্য রয়েছে যে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের জন্য জয়েনস্টক কোম্পানির নিবন্ধন থাকতে হবে, কোম্পানির নামে আয়কর পত্র ও ভ্যাট প্রদানের সার্টিফিকেট থাকতে হবে, কলকারখানা প্রতিষ্ঠান হইতে সার্টিফিকেট বাধ্যতামুলক থাকতে হবে, এই সকল কাগজপত্র না থাকলে কেউ আউটসোর্সিং জনবল নিয়োগে অংশ গ্রহন করতে পারবে না?
কিন্তু এই সকল কাগজপত্র ছারাই লাখ লাখ টকার বিনিময়ে উল্লেখিত নেসকোর প্রতিষ্ঠান নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানকে জনবল নিয়োগে কাজ পাইয়ে দিচ্ছে বলে ঐ সকল প্রতিষ্টানের কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।
অভিযোগে আরো যানা যায় যে আউটসোর্সিং জনবল নিয়োগে বৈধ কাগজপত্র থাকার পরেও অনেক প্রতিষ্ঠান আউটসোর্সিং জনবল নিয়োগ কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। আর অবৈধ ভাবে নিয়োগ দিয়ে নেসকোর উল্লেখিত প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
অনতিবিলম্বে আউটসোর্সিং জনবল নিয়োগে বঞ্চিত সকল বৈধ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং নেসকোর উদ্ধত্বন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন, সেই সাথে আউটসোর্সিং জনবল নিয়োগে বৈধ প্রতিষ্ঠানগুলো যেন বছরের পর বছর ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন।