বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলানোয়াখালীর একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার

নোয়াখালীর একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার

 

বুলবুল আহমদ। পাহাড়তলী, চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধিঃ

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকা থেকে গোপন সংবাদে রাত সাড়ে ১১টার দিকে তাঁর ছেলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১৬ হাজার ডলার বিদেশি মুদ্রা ও নগর ৯ লাখ টাকা পাওয়া যায়। যা জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব-৭ এর অফিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, একরামুল করিম চৌধুরীর নামে খুনসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁকে খুলশী থানায় হস্তান্তর করা হবে।

নবম জাতীয় সংসদ নির্বাচনে ২০০৮ সালে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন একরামুল করিম চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments