
মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালী বিশেষ প্রতিনিধি –
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সংস্থার চেয়ারম্যান সৈয়দা তাজ নাহার কাজলের আয়োজনে সংস্থার সভানেত্রী ডাক্তার রৌশন আক্তার শিলার পরিচালনায় ,নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড মহব্বতপুর
নোয়াখালী দারুন নাজাত মহিলা মাদ্রাসা চত্বরে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড মহব্বত পুর মাদ্রাসা চত্বরে, শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী দেলওয়ারা বেগম,
এই সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক আলেমা আয়েশা সালমা সুলতানা ও বিশিষ্ট নারী নেত্রী কাজী শিউলি,রহিমা আক্তার সনিয়া, সুরাইয়া আক্তার রূপালী, তাছনিন নোহা, জান্নাতুল ফেরদাউস পপি ডাক্তার আনিকা তাবাসসুম বিনতে মিঠু
সহ আরো অনেকেই। পরে প্রধান অতিথি দেলোয়ারা বেগমকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরী তুলে দেন মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা কামরুন্নাহার।
পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মিলাদ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।