
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দল তৃণমূল পর্যায়ে সু সংগঠতি করার লক্ষে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাসদ নোয়াখালী জেলা শাখার উদ্দোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি খোরশেদ আলম রাব্বানী সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সহ সম্পাদক গোলাম মোস্তফা।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুর আলম ছিদ্দিকি ও জাসদ নেতা মহি উদ্দিন, জাসদ নেতা দুলাল হোসেন বিএসসি। সভায় তৃণমূল পর্যায়ে দল সসংগঠিত করার জন্য আলোচনা হয়। এ বিষয়ে জেলা সভাপতি খোরশেদ আলম রাব্বানী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।