বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলানৌ যান চলাচল শুরু হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে দ্বীপবাসী।

নৌ যান চলাচল শুরু হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে দ্বীপবাসী।

শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) 

দীর্ঘ সাত দিন ধরে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে নৌ যান চলাচল বন্ধ থাকার পর গত ১৩ জুন পুনরায় চালু হওয়াতে দ্বীপবাসী স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে।

জানাযায় গত ২৯ মের অনুষ্টিতব্য নির্বাচন ঘুর্নিঝড় রেমালের কারণে বন্ধ ঘোষনা করে নির্বাচন কমিশন। গত ৫ জুন টেকনাফ উপজেলা নির্বাচনের আওতাধীন ইউনিয়ন সেন্টমার্টিনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বচনে দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রিসাইডিং,পোলিং এজেন্টদের নির্বাচন শেষে বহন করে ফেরত আসার পথে মাঝ সাগরে আসার পর মিয়ানমারের ওপার থেকে আরকান আর্মিদের ছোঁড়া মটার্শেলের গুলি এসে পড়ে।

এসময় ঐদিন থেকে নিরাপত্তা জনিত কারণে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধূরী টেকনাফ নৌ রুটে সাময়িক নৌ যান চলাচল বন্ধ ঘোষনা করে। তখন থেকে দীর্ঘ ৭ দিন নৌ যান চলাচল বন্ধ থাকলে দ্বীপের প্রায় ৮ হাজার জনসাধারণ চরম খাদ্যসংকটে পড়ে। তাছাড়া দ্বীপে গমনকারী আরো ৩ শতাধিক মানুষ ফিরে আসতে নাপেরে হৈ চৈ শুরু করে দেয়। এসব কিছু বিবেচনায় এনে

গত ১৩ ই জুন কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশে বিজিবি ও কোস্টগার্ডের সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে নৌযান চলাচল শুরু হয়।

এতে করে দ্বীপের জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে এবং নৌ যান চলাচলে খাদ্যসংকট থেকে দ্বীপ বাসীর জীবন যাত্রার উত্তরন ঘটে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments