বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলাপঞ্চগড়ে পুলিশে তদবির, ঘুষ, হয়রানি, ছাড়াই ১২০ টাকায় সরকারী চাকরি। 

পঞ্চগড়ে পুলিশে তদবির, ঘুষ, হয়রানি, ছাড়াই ১২০ টাকায় সরকারী চাকরি। 

মোঃ আকতারুজ্জামান,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি

শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ২৫ তরুণ-তরুণী। শুধু মাত্র অনলাইনে আবেদন খরচ বাবদ ১২০ টাকা খরচ হয়েছে তাদের।

বুধবার (১৩ মার্চ) রাতে পঞ্চগড় পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। এতে ২১ জন ছেলে এবং ৪ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়া অভিভাবকগণ আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক এ অনুভূতি ব্যক্ত করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষের নিরাপত্তায় জানুয়ারি ২০২৪ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। এ সময় এক আনন্দঘন মুহূর্ত দেখা গেছে পুলিশ লাইনে।

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেল ২৫ জন তরুণ-তরুণী। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। ১২০ টাকা মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে। আশা করছি আজকে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা।

এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত মোহাম্মদ মনজুর আহমেদ, ১২ এপিবিএনের পুলিশ সুপার মো. জাহিদ হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (রাজস্ব বাস্তবায়ন) মো. মমিনুল করিম, দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ঠাকুগাঁও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পঞ্চগড় জনাব এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments