বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলাপঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা।

এস এম শ্যামল, পঞ্চগড় জেলা, বিশেষ প্রতিনিধি।

ঘন ডাল খেতে চেয়েছিল, রান্না ও করেছিলাম, পরে শুনি মা-টা আর নেই। সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রী তিথি রানীর মা মনিকা ঘোষের আহাজারি।

তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তার স্বজনরা। সোমবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জুগিকাটা এলাকায়, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মেয়ে বলেছিল ঘন ঢাল রান্না করতে মাকে, স্কুল থেকে বাড়িতে এসে খাবে, মা বলে, আমি ওর জন্য ঘন ডাল রান্না করেছিলাম। পরে শুনি আমার মা-টা আর নেই। ঘনো ডাল আমার মা-টা খুব পছন্দ ছিল। আজকে ওর ধর্ম পরীক্ষা ছিল। সকালে তিন বোন মিলে একসঙ্গে খিচুড়ি খেয়েছে। প্রতিদিনের মতো আজকেও সাইকেল নিয়ে স্কুলে গিয়েছিল। আজকে যাওয়ার কিছুক্ষণ পর শুনি, আমার বুকের ধন মারা গেছে। আজ বিকেলে বাড়ির উঠোনে বসে এভাবেই আহাজারি করছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রী তিথি রানীর মা, কনিকা ঘোষ।

পাশে বাকরুদ্ধ হয়ে বসে ছিলেন বাবা পরেশ চন্দ্র ঘোষ। বাড়ির অদূরে শ্মশানে দাহ হচ্ছিল তিথি রানীর মরদেহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments