বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলাপঞ্চগড়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে চান রাজনৈতিক নেতারা

পঞ্চগড়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে চান রাজনৈতিক নেতারা

আব্দুল্লাহ আল মামুন, (পঞ্চগড়) জেলা বিশেষ প্রতিনিধি :      

পঞ্চগড়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে মীড়গড় ইকো পার্ক পরিদর্শনে গিয়ে এই অভিপ্রায় ব্যক্ত করেন তারা।৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের মীড়গড় এলাকায় ১২ একর খাস জমিতে এই ইকো পার্কটি গড়ে উঠেছে।শনিবার জেলা প্রশাসক মো: সাবেত আলীর আমন্ত্রণে পঞ্চগড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইকো পার্কটি পরিদর্শনে যান।

এসময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে পার্কটি ঘুরিয়ে দেখান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

এসময় নেতারা বলেন,রাজনীতির বিভিন্ন মতাদর্শ বা মতবাদ থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে আমরা সকল রাজনৈতিক দল এক থাকবো।

জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন,জেলায় দায়িত্ব নেয়ার পর এই অঞ্চলের ছাত্র, যুবক, সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি।একটি ইকো পার্ক গড়ে তোলার দাবি ছিলো সবার।পার্কটির কাজ শুরু করেছি।আপাতত: কিছুটা দাঁড়িয়েছে। আরও অনেক কাজ বাকি আছে। ঢাকা থেকে অভিজ্ঞ আর্কিটেকচার দিয়ে পার্কটির ডিজাইন করা হয়েছে।পঞ্চগড়ের রাজনৈতিক নেতৃবৃন্দ পরিভ্রমণে এসে পার্কটির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments