বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাপটিয়া আমির ভান্ডার বশর মওলা'র ৪র্থ বেছাল বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত।

পটিয়া আমির ভান্ডার বশর মওলা’র ৪র্থ বেছাল বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত।

চট্টগ্রামে বিশেষ প্রতিনিধি।:

হাবীবে রহমান,মেরে বাবাজান

ছাবেহে সুলতান,আমিরুজ্জান

এর বড় মিয়া শাহসূফি সৈয়দ মাওলানা সোলায়মান শাহ আমিরভান্ডারী এর আদরের নয়ন মনি,ছোট শাহজাদা পীরে তরীকত্ব হযরত শাহ-সূফি সৈয়দ মাওলানা মোহাম্মদ ডা:খায়রুল বশর আমিরভান্ডারী এর বেছাল বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গত শুক্রবার ১০শে ফাল্গুন, (২৩ ফেব্রুয়ারী ২০২৪)  দরবার-এ বশর মওলা কেন্দ্রীয় কমিটি কার্যকরী খেদমত পরিষদ এর ব্যবস্থাপনায় আমির ভান্ডার  শাহী দরবার ফয়েজ মঞ্জিলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স) ও খতমে বোখারী শরীফ অনুষ্ঠিত হয়,উক্ত মাহফিলে  এস.এম আহমদ হোসাইন ফকির আমিরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মামুনুর রশীদ শাহ আমিরভান্ডারী,চন্দনাইশ অলি আল্লাহ দরবার শরীফের সাজ্জাদানশীন সানাউল্লাহ শিবলী,ওরশ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এস.এম সায়েম হোসাইন আমিরী,যুগের শ্রেষ্ঠ  আলেমগণ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত বশর মওলার ভক্ত মেহমান।মাহফিলের পরিশেষে  ওরশ শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করেন বশর মওলার আদরের নাতি শাহাজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ সা’দাত হোসাইন সাদ্দাম আমিরী।তিনি আখেরি মোনাজাতে বলেন,,হে আল্লাহ আমার নানাজান বশর মওলা রেখে যাওয়া বাকি অপূর্ণ কাজ আমি যাতে মানুষের ভালবাসা নিয়ে শেষ করতে পারি এবং কিয়ামত পর্যন্ত যাতে অক্ষত থাকে। তিনি মোনাজাতে  পীর সাহেব কেবলা দেশের শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য ও  আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়ার সময়ে শত জনতার ক্রন্দনে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়,পৃথিবীর সকল মুমিন মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করেন। দোয়ার সময় উপস্থিত জনতার আমিন আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments