প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৭:২৪ এ.এম
পটুয়াখালীর গলাচিপায় ২২ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো. হুমায়ুন কবির, গলাচিপা(পটুয়াখালী)নিজস্ব প্রতিনিধি
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপায় পালিত হয়েছে ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় গলাচিপা উপজেলা প্রশাসন কমপ্লেক্সের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে সকাল ৯:৩০ মিনিটে মানববন্ধন ও ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাহিদা বেগম এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সবুজ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মাহবুব আলম শিকদার, জামায়াতে ইসলামী বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আমীর মো. জাকির হোসাইন, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা আহবায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র শীল। এছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, প্রভাষক মো. মিজানুর রহমান, উপজেলা দূর্ণীতিবিরোধী কমিটির সদস্য মু. হারুন-অর- রশিদ ও আবু বকর শিবলী এবং রাকিবুল হাসান রুসেলসহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করে আসছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত