
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে জেলা প্রশাসকের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পটুয়াখালী শাখা পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার বিতরণ করেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি,পটুয়াখালী জেলার, জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম এবং ইসলমী ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এস এম শহিদুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান,,,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পটুয়াখালী শাখা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার পটুয়াখালী। এ্যাড. মোঃ হাফিজুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ,পটুয়াখালী। কাজী আলমগীর হোসেন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা। ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা। এ্যাড. মোঃ গোলাম সরোয়ার, চেয়ারম্যান পটুয়াখালী উপজেলা পরিষদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কর্মকর্তাগনসহ ব্যাংকের পক্ষ থেকে প্রায় অর্ধশতাধিক জনশক্তি উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও প্রথম হন জনাব মোঃ জসিম উদ্দিন এবং জেলা পর্যায় প্রথম তিন জনের দুই জন পটুয়াখালী শাখার। কর্মসংস্থান অফিসের সমন্বয়ে টিটিসি পটুয়াখালী ( পুরুষ ও মহিলা) এর বিদেশগামী প্রায় দুই শতাধিক কর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালী।