বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাপত্নীতলা নানা আয়োজনে ১৪ বিজিবির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পত্নীতলা নানা আয়োজনে ১৪ বিজিবির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেরটার সময় পত্নীতলা ব্যাটালিয়নের সদর দপ্তর চত্বরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস, কেক কেটে জন্ম দিবস উদ্বোধন করেন। 
জন্মদিন উপলক্ষে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি  জানায়, ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ের তৎকালীন ইপিআরের ১৪তম উইং হিসেবে বর্তমান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রতিষ্ঠা লাভ করে। আজ থেকে ৫৮ বৎসর পূর্বে অর্থাৎ ১১৯৬৭ সাল হতে অদ্যাবধি এই ব্যাটালিয়ন সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব এবং দেশমাতৃকার ও  সীমান্ত রক্ষার মত পবিত্র দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে আসছে। 
বিজিবি আরও জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার শেষে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. গোলাম মওলা, জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার, পত্নীতলা ব্যাটালিয়নের সিনিয়র ও জুনিয়র কর্মকর্তা, সেনাবাহিনী ও রেবসহ রাজশাহী, নওগাঁ ও ধামইরহাটের বিভিন্ন দপ্তর প্রধান। 
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন বিভিন্ন পদবীর সৈনিক শহীদ হন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে তৎকালীন শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ২জন সৈনিক শাহাদাৎ বরণ করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments