
মোঃ আজিজুল হক শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ
ঘনকুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শিবচরে গোল্ডেন লাইন পরিবহন নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪নম্বর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ১০যাত্রী। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তবে বড়কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাস। শিবচরের কুতুবপুর ৪নম্বর ব্রীজ এলাকার কাছে আসলে ঘনকুয়াশার কারনে বাসটি নিয়ন্ত্রন হারায়। নিয়ন্ত্রন হারিয়ে এক্সপ্রেসওয়ের পাশে খাদে পরে যায়। এসময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটিতে প্রায় ৫০জন যাত্রী ছিলো বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানা ওসি জহিরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের কুতুবপুর ৪নম্বর ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রী ও দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।