বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপবিত্র ঈদুল আজহা'র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মনোহরদী উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

পবিত্র ঈদুল আজহা’র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মনোহরদী উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।

বিগত ২১ শে মে অনুষ্ঠিত হয়ে যাওয়া মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগন এবং দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক-বাদ জানিয়েছেন।

6পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন,মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের বহিঃপ্রকাশ হচ্ছে পবিত্র ঈদুল আজহা।পবিত্র ঈদুল আজহা’র সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভু-প্রেমের নিদর্শন।মহান আল্লাহর নির্দেশে মুসলিম জাতিরপিতা হজরত ইব্রাহিম(আ.) তাঁর শ্বীয় পুত্র হজরত ইসমাইল(আ.) কে কোরবানি করতে উদ্দ্যত হয়ে মহান আল্লাহর প্রতি তাঁর অগাধ ভালবাসা,অবিচল বিশ্বাস,মহান আল্লাহর প্রতি আনুগত্য ও অসীম আত্মত্যগের যে সু-মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয় এবং নজিরবিহীন।মনোহরদী উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন বলেন,কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের যে শিক্ষা দিয়েছে,আমাদের সকলের উচিৎ সে শিক্ষা ব্যক্তি জীবন,পারিবারিক জীবন,সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে তার প্রতিফলন ঘটানোর।আমাদের উচিৎ,কোরবানি ও আত্মত্যাগের সেই মানসিকতাকে সঞ্চারিত করে,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া।মনোহরদী উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন আরও বলেন,কোরবানি আমাদেরকে মানবিকতা ও সহিষ্ণুতা’র শিক্ষা দেয়।মনোহরদী উপজেলার নিম্ন আয়ের মানুষ,যারা নানান সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে তাদের প্রতি সামর্থবানদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিঁনি।

তারাও যেন ঈদের আনন্দে সামিল হতে পারে সেদিকে লক্ষ রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করছেন মনোহরদী উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন এবং সবশেষে তিনি মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগণ তথা দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার,মাননীয় শিল্প মন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব ও তাঁর পরিবার এবং নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব ও তাঁর পরিবার এর জন্য দোয়া চেয়েছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments