বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাপবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু

পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।

কটিয়াদীতে পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে ভেজাল পণ্য ও দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির নিরসনে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান কার্যক্রম শুরু হয়। এছাড়াও অভিযান কার্যক্রমে উপস্থিত  ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ দিদারুল ইসলাম সহ কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্য। এ সময় অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির দায়ে কটিয়াদী বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান বেবিফ্যাশনকে ১০ হাজার টাকা, এক্সপোর্ট গ্যালারিকে ১০ হাজার টাকা, আল আমিন স্টোরকে এক হাজার টাকা, প্লাস পয়েন্টকে দশ হাজার টাকা, সমর বর্মন স্টোর কে ৫ হাজার টাকা অর্থদণ্ডের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। ১ম রমজান থেকেই উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং সেল গঠন করে জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উপজেলা প্রশাসন নিরলসভাবে এসব প্রসংসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। অভিযান কালে উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে আমাদের এই ভ্রাম্যমাণ  আদালতের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখবেন, কেউ যদি পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি করে এবং ভেজাল পণ্য বিক্রি করে জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ান তাহলে উপজেলা প্রশাসন সামনে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। এছাড়াও ১ম রমজান থেকে হঠাৎ দুধের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির  অভিযোগ পাওয়ায় সেখানে অভিযান চালানো হয় এবং সেখানে ভেজাল দুধ সনাক্ত ও দুধের মূল্যবৃদ্ধির সত্যতা পাওয়া যায়। তখন ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং দুধের চাহিদা অনুযায়ী দুধের মূল্য নির্ধারণ করে দেয়া হয়। তবে ভুক্তভোগী ক্রেতারা অভিযোগ করে বলেন, এই  অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখতে হবে, কারণ মনিটরিং পরিচালনা টিম বাজার থেকে চলে যাওয়ার পর‌ পর‌ই অসাধু ব্যবসায়ীরা তাদের পূর্বের অধিক মূল্যেই ব্যবসা পরিচালনা করে থাকেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments