মোঃ মোজাক্কির আহমেদ নাজু,ওসমানীনগর(সিলেট)বিশেষ প্রতিনিধি।
প্রবাসফেরত স্ত্রীকে পরকীয়া সন্দেহে গলা কেটে হত্যা করেছেন স্বামী। হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় হাজির হন তিনি। আজ রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শিল্পী বেগম। তাঁর স্বামী নাম সফর আলী (৩০)। সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুছ আলীর ছেলে। এই দম্পতির এক ছেলে সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজানের কয়েক দিন আগে এক চাচার মাধ্যমে সৌদি আরবে যান শিল্পী বেগম। শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফেরত এসে রোববার সকালে বাড়ি ফেরেন শিল্পী বেগম। বাড়ি ফেরার পরপরই স্ত্রীর পরকীয়া সন্দেহে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী সফর আলী দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। স্বামী সফর আলী বলেন, ‘আমি দুই তিন মাস ধরে তাঁর সঙ্গে নেই।
সে এখন গর্ভবতী হয়ে দেশে এসেছে।’কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে রক্তাক্ত দা নিয়ে এসে ওই লোক বলে তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। আমরা থানা-পুলিশ ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।