বাড়িঅন্যান্যপরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বন্দ্বে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বন্দ্বে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

পরকীয়া প্রেমের জের ধরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রিংকু বিশ্বাস (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মৃত্যুর আগে ওই গৃহবধূর লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিংকু। তিনি কোটালীপাড়ার ঝুটিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের জনৈক বিপুল হালদারের সাথে গৃহবধূ রিংকুর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিলো। সেই সুবাদে বিপুল তার অনেকগুলো অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। পরবর্তীতে বিপুলের সাথে সম্পর্ক রাখতে না চাইলে রিংকুকে সেই ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়। এ নিয়ে তাদের মধ্যে চরমভাবে অশান্তির সৃষ্টি হয়। এরই জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিংকু। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক বিপুল মন্ডল পলাতক রয়েছেন। তিনি নৈয়ারবাড়ী গ্রামের বিমল মন্ডলের ছেলে৷

ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমরা একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments