বাড়িবাংলাদেশেপরিচয় মিললো ভেসে আসা অজ্ঞাত নারীর হাত বাধা মরদেহের।

পরিচয় মিললো ভেসে আসা অজ্ঞাত নারীর হাত বাধা মরদেহের।

মোঃ আব্দুল আউয়াল,হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি

অবশেষে মহিষখোচার তিস্তা নদীতে হাত বাধা অবস্থায় ভেসে আসা সেই মেয়েটির পরিচয় পাওয়া গেল। মেয়েটির নাম জোসনা

যার হাতে লেখা ছিলো  I Love You ।

কিছুক্ষণ আগে মেয়েটির পরিবার ফোনের মাধ্যমে যাবতীয় ছবি ও ভিডিও দেখে তারা সনাক্ত করে মেয়েটিকে।

মৃত মেয়েটির নাম জোসনা সে ২০২৫ সালের এসএসসি। তার স্বামীর নাম জাহিদ বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার চাপানি এলাকায়।  মেয়েটির পিতার নাম জহর আলী।

জানা গেছে ১৯ দিন আগে বিয়ে হয়েছে জাহিদের সাথে জোসনার। তারপর চাচাতো বোনের বিয়ে খেতে স্বামীর বাড়ি থেকে বুধবার বাবার বাড়ি আসে। এবং ২০শে সেপ্টেম্বর শুক্রবার আছরের নামাজের পর নিখোঁজ হয়।

কিন্তু পরিবারের লোকজন সন্দেহ করছে আরেক প্রেমিকের সঙ্গে পালিয়েছে জোসনা।

কিন্তু অবশেষে মেয়েটির লাশ রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের হাত পিছনে বাধা ছিল এবং মুখমন্ডল ছিলো ঝলসে যাওয়া।

জানা গেছে মেয়েটির পিতার বাড়ি গ্রাম পূবখড়িবাড়ি ইউনিয়ন টেপাখুড়ীবাড়ী  ডিমলা থানা, নীলফামারী জেলায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments