বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপলাশে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ জাবেদ হোসেন।

পলাশে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ জাবেদ হোসেন।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে সকল জল্পনা কলল্পনার অবসান ঘটিয়ে উপজেলার চেয়ারম্যান হলেন সৈয়দ জাবেন হোসেন। ভোটার উপস্থিতি কম হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জাবেদ হোসেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । ভোট গ্রহন শেষে স্ব-স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। রাতে পলাশ উপজেলা পরিষদে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার।

নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র মো: শরীফুল হক দোয়াত কলমে পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির সমর্থক কাজী নজরুল ইসলাম সারোয়ার মোল্লা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬২০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কারিউল্লাহ সরকার (বই) ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম সাইফুল ইসলাম গাজী (চশমা) পেয়েছেন ১৯ হাজার ৮৬৭ ভোট। একই পদে উড়োজাহাজ প্রতীকে আবদুল কাইয়ুম পেয়েছেন ১৩ হাজার ৪৩৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম (কলস) ৩৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নাসিমা সুলতানা (হাঁস) পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট।

পলাশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ৩৫.৯৩ শতাংশ।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments