বাড়িবাংলাদেশেঢাকা বিভাগ পলাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকান মালিককে জরিমানা

 পলাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকান মালিককে জরিমানা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীর পলাশ উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।  সোমবার  দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন।
এসময় ঘোড়াশাল বাজারের ৩ মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে পাঁচ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন গনমাধ্যমকে জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রতিটি দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments