বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাপহেলা ফাল্গুনে ফুল চাষীর মুখে হাসি।

পহেলা ফাল্গুনে ফুল চাষীর মুখে হাসি।

রাজিবুল ইসলাম,চকরিয়া(কক্সবাজার) নিজস্ব প্রতিনিধি:

ফাল্গুনের বাতাসে গোলাপের ঘ্রাণ,ভালোবাসার উষ্ণতা আর একুশের 

আবেগ, এসবকে ঘিরে কক্সাবাজার জেলা,চকরিয়া বরইতলী ইউনিয়নের ফুলচাষিরা পার করছেন ব্যস্ততম সময়। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সারা দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে চকরিয়া উপজেলার ফুলচাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ফুল পরিচর্যা, সংগ্রহ ও বাজারজাত করার কাজে।
ভোরের আলো ফোটার আগেই চাষিরা নেমে পড়েন ক্ষেতে। নানা জাতের ফুল গুলোর মধ্যে আকর্ষণীয় গোলাপ ফুল সংগ্রহের কাজ চলে দীর্ঘ সময় পর্যন্ত। এরপর ফুলগুলো চকরিয়া উপজেলার চিরিংগা সদরে ফুল ব্যবসায়ীদের হাতে পাইকারী দরে বিক্রি করেন।
সরেজমিনে চকরিয়া সদর উপজেলার বরইতলী ইউনিয়নের গোলাপ গ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘ ২ বছর ধরে ফুলের চাষ করেন হেলাল নামে এক চাষি।
ফুলচাষি হেলাল প্রথম বাংলাকে বলেন, দিবস বিবেচেনায় বিভিন্ন সময় ফুলের দাম কম বেশি হয়ে থাকে। বিশেষ দিবসকে ঘিরে ফুলের চাহিদা বেশি থাকে। এ কারণে ফুলের বাড়তি যত্ন নেওয়া হয়। গত বছর ফুলের বাজার অনেক ভালো ছিল, এ বছর একটু কম। তবে ১৪ ফেব্রুয়ারি, বসন্ত বরণ ও ২১ ফেব্রুয়ারি ফুলের দাম বেশি পাব বলে আশা করছি। 
চিরিংগা ফুল ব্যবসয়ী আজিজ প্রথম বাংলাকে বলেন, গত কয়েকদিন আগেও ফুলের বাজার অনেক কম ছিল। বর্তমানে ফুলের চাহিদা বেড়েছে। আর চকরিয়া বরইতলী ইউনিয়নের গোলাপ বাগান সবার কাছে ভাল লাগা ও আনন্দ ময় মুহুর্ত সময় কাটানোর জন্য সমাদৃত।
ফুলচাষীদের অক্লান্ত ঘাম ঝরা পরিশ্রমে ভালবাসা, আবেগ ও বিভিন্ন দিবস উদযাপন করে সাধারণ মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments