বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর বই ...

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর বই  পড়া  শুরু

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ  নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে পাঠাভ্যাস কর্মসূচির বই পড়া শুরু হয়েছে।”শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই শ্লোগান কে সামনে রেখে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়।

নরসিংদী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস কর্মসূচি বই বিতরন শুরু হয়েছে।  নরসিংদী সদর উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

আজ বুধবার দুপুরে   পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বই তুলে দিয়ে  উদ্বোধন করেন।  এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, ১০ম শ্রেণির শ্রেণি শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, বই পড়লে মানুষের মনের ভিতরে জ্ঞানের আলো জ্বলবে । বই পড়লে মানুষের মনের অন্ধকার দূর করে চেতনার আলো জ্বালিয়ে নিজেকে আর্দশ মানুষ হিসেবে হয়ে উঠ । তোমারা বেশি বেশি করে বই পড়ে নিজেকে আলোকিত  মানুষ হিসেবে গড়ে তোল।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেশের কোমলমতি শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দেবার জন্য। আমরা যখন  স্কুলে পড়ালেখা করেছি তখন তোমাদের মত বই পড়ার সুযোগ পাইনি।  এই মুহুর্তে  প্রতিভা বসুর  কথা মনে পড়ছে। তিনি বলেছেন “বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।

পাঠাভ্যাস কর্মসূচির নরসিংদীর দায়িত্ব প্রাপ্ত  অ্যাসিস্টান্ট ম্যানেজার মোরশেদ রহমান জুবায়ের জানান,  প্রতিটি বিদ্যালয়ের এক জন করে  শিক্ষক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের বই বিতরন, বই গ্রহন ,বই পড়া শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ ও পাঠাভ্যাস কর্মসূচি দায়িত্ব প্রাপ্ত অফিসারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে থাকেন। এ ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবন্দ সার্বিক সহযোগিতা করেছেন।

সারাদেশে  ৬৪ টি জেলায় ৩০০টি উপজেলায় পনের হাজার মাধ্যমিক  পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী চালু করা হয়েছে।

পাঠাভ্যাস  কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে  সৃজনশীলতা ও চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা নতুন শব্দ  ও তার প্রযোগ শিখবে। আনন্দের  মধ্য দিয়ে পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি কার্যকর বাস্তবায়ন ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক  প্রভাব বিবেচনা করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের এসইডিপি মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত বই পড়ার অভ্যাস গড়ে তোলা।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এই কর্মসূচির বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও পাঠ দক্ষতার উন্নয়ন ঘটবে।

জ্ঞানের আলো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে। শিক্ষার্থীরা যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞান অর্জন করবে।

মার্ক টোয়েন বলেছেন, ” ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেকঃ  এটি আদর্শ জীবন । “

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments