বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ,  প্রভাতফেরি, চিএাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা,শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ  ও দোয়া অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা করার দাবিতে  আন্দোলনে রাতে ছাএদের ওপর গুলি বর্ষনে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ অনেকেই শহীদ হন।

একুশে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের  অহংকার। ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব করা হলে ১৮৮ দেশ সমর্থন জানালে একুশে ফ্রেরুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

আবদুল গাফফার চৌধুরী লিখা ” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেরুয়ারী আমি কি ভুলিতে পারি।” প্রভাত ফেরীতে সবার মুখে মুখে ছিল এ গান।

বিদ্যালয়ের হল রুমে অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, মো. জসিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি নাজমুল শাহীন, মরিয়ম বেগম, মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে, নূর-ই সিরাজ মডেল স্কুল, এ আজিজ আইডিয়াল স্কুল, সান রাইস স্কুল, নতুন কুড়ি স্কুল, গুরুকুল বিদ্যা নিকেতন,  মাধবদী থানা ছাএলীগ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠান শেষে চিএাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments