বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ গরু ব্যবসায়ীর ১৮ লক্ষাধিক টাকা খোয়া

পাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ গরু ব্যবসায়ীর ১৮ লক্ষাধিক টাকা খোয়া

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
নোয়াখালী ও লক্ষীপুর জেলা থেকে জয়পুরহাটের পাঁচবিবির গোহাটিতে গরু কিনতে আসার সময় পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা খোয়ালেন ৩ গরু ব্যবসায়ী।  
১৮ মার্চ মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসট্যান্ড এলাকা হতে অচেতন অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কাফি নামের এক রাখাল। ব্যবসায়ীরা হলেন, লক্ষীপুরের ডালিয়া উপজেলার নুরনবীর পুত্র মুনির উদ্দিন (৫৫), নোয়াখালী সদর উপজেলার নুর ব্যাপারী (৬০), নুরুল হকের পুত্র কাজল(৬৫), শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের হিঞ্জু (৬৫) ও লক্ষীপুর ডালিয়াকান্দি গ্রামের চৌধুরী মিয়ার পুত্র আঃ মালেক (৩৮)।
ব্যবসায়ী আব্দুল মালেক জানায়, তারা দীর্ঘদিন থেকে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটি থেকে গরু ক্রয় বিক্রয় করত। ঘটনার দিন তিনি সহ আরো ৬ ব্যবসায়ী ফেনী জেলার মহিপাল থেকে শাহ ফতেআলী বাসে করে পাঁচবিবি গোহাটিতে গরু ক্রয়ের উদ্দেশ্য রওনা হোন। রাত পৌনে ৪টায় সিরাজগঞ্জ হাইওয়ে সড়কের পাশে হোটেলে সেহরির জন্য যাত্রা বিরতি দিলে সেখানে তারা সেহরি খান। এরপর বাসটি ছেড়ে দিলে তারা আর কিছুই বলতে পারেন না । সকাল ৭ টার সময় পাঁচবিবি বাসট্যান্ডে নামিয়ে দিলে দেখেন ব্যবসায়ী মালেকের ৭লক্ষ, মুনিরের সাড়ে ৭ লক্ষ ও নুরুর ৪ লক্ষ টাকা খোয়া গেছে এবং তাদের চারজন অচেতন। সেখানে জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আঃ কাফি নামের এক রাখাল তাদের মহীপুর উপজেলা স্বাস্থা কমপ্লেক্স এ ভর্তি করান। 
আঃ কাফি বলেন, আমি নিয়মিত তাদের ক্রয় করা গরুগুলো রাখাল হিসাবে তাদের নিকট পৌছে দেই। আজকে তাদের দুই ট্রাক গরু হবে বলে জানায়। হাটে এসে দেখি তারা অজ্ঞান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments