বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে এস এস সি'র ফলাফলে ইমন উপজেলায় শীর্ষে।

পাঁচবিবিতে এস এস সি’র ফলাফলে ইমন উপজেলায় শীর্ষে।

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের হতভাগা শিক্ষার্থী ইমন হাসান এবার-২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সবার চেয়ে সর্বোচ্চ ১,২৩৮ নম্বর পেয়ে উপজেলার মধ্যে প্রথম হয়েছে এবং জিপিও-৫ গোল্ডেন পেয়েছে।

সে উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।এমন সফলতায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী,পরিবার ও গ্রামবাসী বেশ আনন্দিত। গ্রামবাসীরা জানায়, সৎ মায়ের দেখভালে ও দাদীর চাচীর স্নেহ আদরে ইমন বড় হয়। বাবা সাইফুল ইসলাম সংসার চালাতে ঢাকায় গার্মেন্টসে চাকুরি করেন। জমিজমা নাই বললেই চলে। মেধাবী শিক্ষার্থী ইমন বলেন, সংসারের হাল ধরতে আমি বড় হয়ে প্রকৌশলী হতে চাই।

উচাই জেরকা সিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন, ইমন পড়ালেখায় খুব মেধাবী ও শান্ত প্রকৃতির। তার সাফল্যে আমরা গর্বিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments